1. selim16316@gmail.com : AmaderDohar :
  2. humayundu2@gmail.com : Humayun kabir : Humayun kabir
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আবরার-রিজানের জোড়া ঝলকে সিরিজের আরও কাছে যুবারা

প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট: শনিবার, মে ৩, ২০২৫
  • 8 ভিউ সংখ্যা

শ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে যুব ওয়ানডে সিরিজ জয়ের আরও কাছে চলে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে আল ফাহাদ-আজিজুল হাকিম তামিমদের দুর্দান্ত বোলিংয়ে ৩৮.৪ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে যুবারা। বিদেশের মাঠে ওয়ানডেতে অনূর্ধ্ব-১৯ দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহও এটি। এর আগে ২০১৯ সালে নিজেদের মাঠে বাংলাদেশ করেছিল ৩৪০ রান। সেই ম্যাচেও প্রতিপক্ষ ছিল লঙ্কান যুবারা।

ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। কালাম সিদ্দিকী ও জাওয়াদ আবরার ওপেনিং জুটিতে যোগ করেন ৪৯ রান। ১৯ রানে বিদায় নেন কালাম। দ্বিতীয় উইকেটে ৩৮ রানের আরেকটি জুটি হয় তামিম-জাওয়াদের। আগের ম্যাচে ফিফটি করা অধিনায়ক তামিম এবার ২৩ রানে ফিরলেন রানআউটে কাটা পড়ে।

তৃতীয় উইকেটে জাওয়াদ-রিজানের জুটির সৌজন্যে আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দুজন মিলে তৃতীয় উইকেটে স্কোরবোর্ডে যোগ করেন ১৩৫ রান। বড় পুঁজির ভিত পায় বাংলাদেশ। ১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান করেন ৮২ রান। ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছক্কায়। শেষদিকে সাইমুন বশির ৮ বলে ২৩, ফাহাদের ৫ বলে ১৯ ও মোহাম্মদ আবদুল্লাহর ৩২ রানের কল্যাণে ৩৩৬ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ৩টি উইকেট নিয়েছেন রাসিত নিমসারা।

৩৩৭ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার কোনো ব্যাটার সে রকম কোনো ইনিংসই খেলতে পারেননি। সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক ভিমাত দিনসারার ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহাদ নিয়েছেন ৩ উইকেট। আগামী সোমবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

শেয়ার করুন

আরোও সংবাদ

Comments are closed.