কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৮ জানুয়ারি এই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া— দলের পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছিল। সেটা না পাওয়া গেলে বিমান বাংলাদেশের ফ্লাইটে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও রাখা হয়েছিল।
কিন্তু সেই অনিশ্চয়তা কেটে গেছে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া নিশ্চিত হয়েছে। সেটিতে করেই আগামী সোমবার (৫ মে) বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন। দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও খালেদা জিয়ার সঙ্গে আসবেন।
আজ শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সোমবার ঠিক কখন খালেদা জিয়া দেশে ফিরবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি বলে জানান তিনি।