1. selim16316@gmail.com : AmaderDohar :
  2. humayundu2@gmail.com : Humayun kabir : Humayun kabir
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

একটি দৃশ্য করতে ৮০ বার শট নিয়েছেন আল্লু অর্জুন

প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট: শনিবার, মে ৩, ২০২৫
  • 11 ভিউ সংখ্যা

চলছে ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫’ । মুম্বাইয়ে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক বিনোদন সম্মেলনে প্রথমদিনেই উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সিনেমার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে ‘পুষ্পা টু’ সিনেমার একটি দৃশ্যের শুট নিয়ে বিশেষ একটি ঘটনা শেয়ার করলেন অভিনেতা। আল্লু অর্জুন বলেন, আপনারা নিশ্চয়ই ‘পুষ্পা টু’-এর ট্রেলার দেখেছেন। সেখানে একটি পাল্লু শট আছে—ওড়না নিয়ে একটি বিশেষ দৃশ্য। সেটি নিখুঁতভাবে তোলার জন্য আমাদের ৭০ থেকে ৮০ বার শট নিতে হয়েছিল।

তিনি জানান, সকাল ৮টা ৩০ মিনিটে শুটিং শুরু হয়। তবে কীভাবে শরীর ও মুখের অভিব্যক্তি নিখুঁত হবে, তা বুঝতে সময় লেগে যায়। দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ সেই শট ঠিকভাবে তোলা সম্ভব হয়।

অভিনেতা বলেন, ‘৮০ বার টেক নেওয়ায় গোটা ইউনিট ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল, এই দৃশ্যটা নিখুঁত না করলে চলবে না’।

তার মতে, ৭৮ বা ৮৫ নম্বর টেকেই অবশেষে সেই দুর্দান্ত মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়।

উল্লেখ্য, ‘পুষ্পা’ ছবির বিশাল সাফল্যের পর দ্বিতীয় পর্ব ‘পুষ্পা টু’ মুক্তির সঙ্গে সঙ্গে দেশজুড়ে সাড়া ফেলে। আল্লুর চরিত্র পুষ্পা রাজ—এক দিনমজুর থেকে লাল চন্দন চোরাচালানের সিন্ডিকেটে উঠে আসার কাহিনি দর্শকের মন ছুঁয়ে যায়। ছবিতে আল্লুর সঙ্গে ছিলেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল।

শেয়ার করুন

আরোও সংবাদ

Comments are closed.